রাশেদুল ইসলাম রাশেদ: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান আলী ওরফে কসাই (৩২) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত হাসান কসাই সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটির মৌলভী গ্রামের মৃত মছির কসাইয়ের ছেলে।
র্যাব ১৩- গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেট বিক্রির প্রস্তুতিকালে হাসান কসাইকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
র্যাব ১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে হাসান তার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।