গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ২নং সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের, গ্রাম পুলিশ ইন্তাজ আলী গাছ কর্তনের অভিযোগটি গত ২০/১২/২০২০ইং তারিখে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর রাস্তার গাছ কর্তন করা প্রসঙ্গে এক অভিযোগ দায়ের করেন।
দায়েরকৃতঅভিযোগের পরিপ্রেক্ষিতেসোনারায় ইউনিয়নের ভূমি কর্মকর্তা বিজয় কুমার বর্মন ও সহকারী কর্মকর্তা লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্তনকৃত গাছ বিজয় কুমার বর্মন তার হেফাজতে রেখেছেন বলে প্রতিনিধির মুঠোফোনে স্বীকার করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উক্ত গ্রামের ফজলুর রহমানের ছেলে মাহফুজুর রহমান, মাহফুজুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম, আব্দুল মোতালেবের ছেলে শাহিন মিয়, শাকিল মিয়া ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী। গত ১৯/১২/২০২০ ইং তারিখে তারা সকলে মিলে একটি আম গাছ, একটি কাঁঠাল গাছ, একটি কদম গাছ, একটি পৃথ্বীরাজ গাছ ও দুইটি ইউক্লিপ্টাস গাছ কর্তন করার সময় গ্রামপুলিশ এন্তাজ আলী বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
মুঠোফোনে বিজয় কুমার বর্মন আরো বলেন হেফাজত কৃত কর্তন করা গাছ বেআইনিভাবে কর্তন করা হয়েছে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণকরা হবে।