ঢাকাশনিবার , ১৯ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

চুন মিশ্রিত মলাসাদা খেয়ে মৃত্যুর পথে দরিদ্র এক চা শ্রমিক!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১৯, ২০২০ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চুন মিশ্রিত মলাসাদা খেয়ে মরন পথে এক নারী চা শ্রমিক। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্ম ছড়া চা বাগান এলাকার দরিদ্র চা শ্রমিক দুর্গামনি তন্তবায় (৪০) সাদামলার (সাদা ও চুন মিশ্রিত) গুড়া খেয়ে মৃত্যুর পথে।

সাদা ও চুন মিশ্রিত গুরা ঠোটের নিচে রেখে নেশা সৃৃষ্টি করা অধিকাংশ চা শ্রমিককের বংশ-পরম্পর অভ্যাস। ছোট্ট এই নেশাটি বড় রোগের সৃষ্টি জেনেও চা- শ্রমিক পরিবারের বড় থেকে ছোট কিশোর থেকে কিশোরী সবাই সাদা ও চুন মিশ্রিত গুড়া ঠুট ও গালের ভিতর রেখে নেশা সৃষ্টি করেন। যা ধিরে ধিরে তাদের অজান্তেই মৃত্যুর দিকে নিয়ে যায়। তার বাস্তবিক প্রমান চা শ্রমিক দুর্গামনি, ১২ বছর থেকেই সাদা ও চুন মিশ্রিত গুড়া ঠোঁটের নিচে রেখে স্বাদ গ্রহন করতেন, যা এক সময় নেশায় পরিনত হয়। তারপর থেকেই নিয়মিত সাদা ও চুন মিশ্রিত সাদার গুড়া ঠুটের নিচে রাখতেন। দুর্গামনির বর্তমাস বয়স ৪০, তিনি ৫ থেকে ৬ মাস পৃর্বে সাদার গুড়া রাখার স্হান ঠুটের নিচে গোটার মতো ক্ষত দেখতে পান,প্রথমে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে ক্ষত স্হানের গোটা ফেটে যায় এবং বিকৃতি আকার ধারন করে।

স্থানীয় পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন এর সহযোগিতায় আক্রান্ত দুর্গামনিকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আক্রান্ত স্হানের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরন করেন। নমুনার রিপোর্ট না আসা পযন্ত আক্রান্ত স্হান সম্পর্কে কিছু বলা না গেলেও ধারনা করা হচ্ছে ক্যান্সার। ঢাকায় পাঠানো নমুনা থেকে রোগ নির্নয় করা হলে,প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। যদি ক্যান্সারের জীবানু পাওয়া যায় তাহলে চিকিৎসার ব্যয় বহন করা নিম্ন আয়ের চা শ্রমিকের পক্ষে কষ্টসাধ্য।

চা-বাগানে ১২০ টাকা মজুরির বিনিময়ে কাজ করা চা- শ্রমিক দুর্গামনি, যেখানে নিয়মিত তিনবেলা ভাত খেতে কষ্ট হয় সেখানে চিকিৎসা করাবে কি করে! রোগাক্রান্ত চা শ্রমিক দুর্গামনি সকলের কাছে সাহায্য চেয়েছেন। দুর্গামনি বাঁচতে চায়,আবারো প্রিয় সহকর্মীদের সাথে চা বাগানে পাতা তুলতে চায়। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ (বিকাশ) ০১৭৫৯-২৭৩১০০ নাম্বার।

আপনার মন্তব্য লিখুন