ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, প্রয়োজন হলে বিএনপির সঙ্গে জোট বেঁধে আন্দোলন-সংগ্রাম করবো। এসময় শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলকেই এক জায়গায় আসা দরকার বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি আগামী জানুয়ারিতেই নতুন দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। সাফল্য না পেলেও জনগণের কাছে একটি বার্তা যাবে।’ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
নুরুল হক নুর বলেন, ‘সরকার ভিন্নমত, বিরোধী দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে দমন-পীড়ন, হামলা-মামলা, দিয়ে চুপ করিয়ে রেখেছে। বর্তমানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। রাজনৈতিক দল, সংগঠন প্রতিবাদের চেষ্টা করছে। সরকার অগণতান্ত্রিকভাবে দু’বার ক্ষমতায় আছে। সরকার চাপ বোধ করছে না। সে কারণেই ছোট ছোট আন্দোলন গড়ে উঠছে। এগুলো বড় আন্দোলনের গড়ে ওঠার ইতিবাচক প্রস্তুতি।’
তিনি বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দের কথাবার্তা শুনেছি। তারাই বিভিন্ন সময় বলেছেন, কেউ সরকারের দালাল, কেউ সমঝোতা করে রাজনীতি করছে। বিএনপি’র নেতা-কর্মীরা স্লোগান দিয়েছে- খালেদা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। অথচ তার জেলে যাওয়ার পরে তারা রাজপথে নামেনি। তারা কার্যকর আন্দোলন গড়ে তুলতে না পারার কারণে বেগম খালেদা জিয়াকে ভেতরে রাখতে পেরেছে সরকার।’
নুর বলেন, ‘আমরা এখনও কোনো রাজনৈতিক দল না। রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছি। সরকারের ওপর চাপ প্রয়োগ করা, আন্দোলন সফল করার মতো নেতাকর্মী এখনো আমাদের নেই। বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে কিছু কর্মসূচি পালন করছি। আমরা নিরপেক্ষ জায়গা থেকে মাওলানা ভাসানীকে তুলে ধরার চেষ্টা করেছি। সামনে এ রকম ইস্যুতে জনসম্পৃক্ত কর্মসূচি হতে পারে।’