ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

করোনা মোকাবিলায় জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করলো তুরস্ক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ১২, ২০২০ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

করোনা মোকাবিলায় তুরস্কে জনবহুল পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। বুধবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে সরকার পাবলিক প্লেসগুলোতে নাগরিকদের যথাযথভাবে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে চায়। কিন্তু ধূমপানের সময় লোকজনের মাস্ক পরা ব্যাহত হয়। ফলে যথাযথভাবে মাস্ক পরা নিশ্চিতে ২০২০ সালের ১২ নভেম্বর থেকে রাস্তাঘাট ও গণপরিবহনের মতো জনবহুল স্থানে ধূমপান নিষিদ্ধ করা হলো।

এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা, নাগরিকদেরকে সবসময় মাস্ক করা ও সামাজিক দূরত্ব নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানান। এক টুইটে তিনি বলেন, ‘আমি কেবল আপনারা যা করতে পারেন সেটা করতে বলছি এর বেশি কিছু না।’

কয়েকদিন আগে দেশটির রাজধানী আঙ্কারা, ইস্তানবুলসহ কিছু কিছু প্রদেশে সিনিয়র সিটিজেনদের ওপর আংশিক লকডাউন জারি করে বলা হয়, ৬৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাহিরে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রেঁস্তোরা, ক্যাফে, সিনেমাহলসহ সব ধরনের ব্যবসায়িক-বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ১০টার মধ্যে বন্ধের আদেশ দিয়েছিলেন।

উল্লেখ্য তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ১১ হাজার ১৪৫ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

আপনার মন্তব্য লিখুন