ঢাকাবুধবার , ১৬ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ ঢাকা ছাড়ছে মানুষ, থৈথৈ সাভার আশুলিয়ার বাস টার্মিনাল!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১৬, ২০২০ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মঙ্গলবার দুপুরের পর থেকে রাত অবদি বাস চলাচল বৃদ্ধি পেয়ে তুমুল গতিতে। দূরপাল্লার সাধারণ বাসগুলো ছাড়াও লোকাল বাসগুলোও যাত্রী বহন করছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ অভিমুখে।

বিজয় দিবসের ছুটিতে মানুষ ঘরে ফেরা শুরু করেছে। বিশেষ করে সাভার আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানায় তিনদিনের ছুটি প্রদান করায় বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে বহুগুণে। নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালে রাত ১০ টায় দেখা যায় সেখানে তিল ধারণের জায়গা নেই।

নবীনগরে এমএম পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুস সালাম বাংলানিউজকে জানান, আজকের সমস্ত বাসের টিকিট বেশ কয়েকদিন আগেই বিক্রি শেষ হয়েছে। সারাদিন ঈদের চেয়েও বেশি মানুষ ভিড় করেছে নবীনগরের কাউন্টারে। নবীনগরের পাশাপাশি উত্তরবঙ্গের কাউন্টার টার্মিনাল বাইপাইলেও একই অবস্থা।

দূরপাল্লার যাত্রীদের ভিড় দেখে লোকাল বাসগুলোও দূরপাল্লার যাত্রীদের বেশি ভাড়ায় বহন করছে।
ঈদের সময় যাত্রীরা বেশ কিছুদিন আগ থেকেই ঢাকা ছাড়তে শুরু করে। কিন্তু বিজয় দিবসকে সামনে রেখে অনেকে হঠাৎ করে বাড়ি ফেরা শুরু করায় সড়কের চাপ ঈদের চাপকেও ছাড়িয়ে গেছে।

শুধু নবীনগর বা বাইপাইল নয় সাভার থেকে নবীনগর এবং বাইপাইল থেকে চন্দ্রা মহাসড়কের পাশ দিয়ে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

বাড়তি মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশসহ সড়কে নিয়োজিত আইনশৃংখলা বাহিনী। নবীনগরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর মিলিটারি পুলিশদের (এমপি) নজরদারিও ছিল বেশি।

তবে মহাসড়কে গাড়ির প্রচণ্ড চাপ থাকলেও গাবতলী-পাটুরিয়া সড়কের কোথাও বড় জট বাধতে দেয়নি দায়িত্বপ্রাপ্তরা।

নবীনগর ও সাভার বাস টার্মিনালে প্রচুর যাত্রী থাকায় নবীনগর ও সাভার বাসস্ট্যান্ডের আগে সামান্য জ্যাম রয়েছে। নবীনগর পার হলে উত্তরবঙ্গ মুখী যাত্রীদের বাইপাইল পর্যন্ত জ্যামে পড়তে হবে। কারণ নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত কাউন্টার ব্যতীত বেশ কিছু স্থানে বাস থামিয়ে হেল্পারদের যাত্রী ডাকতে দেখা গেছে। তবে বাইপাইল পার হলে চন্দ্রার আগে মহাসড়কে আর কোথাও জ্যাম নেই।

বাইপাইলে জ্যামের কারণে আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল রুটে আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে বাইপাইল পর্যন্ত বিশাল জ্যাম সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গগামী যাত্রীরা এ পথে এলে কিছুটা ভোগান্তির শিকার হতে হবে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিজয় দিবস উপলক্ষে রাত থেকেই আমাদের চেক পোস্টের কার্যক্রম শুরু করবো। গার্মেন্টসকর্মীদের ছুটির কারণে নবীনগর বাইপাইল কেন্দ্রিক একটু প্রেসার আছে।

আপনার মন্তব্য লিখুন