স্কুল,কলেজে মসজিদ, মাদ্রাসা,অফিস আদালত সবকিছু মিলিয়ে উন্নতির জোয়ারে ভাসছে সমগ্র শিবচর প্রতিটি অঞ্চল। কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত শিবচরের শিরুয়াইল ইউনিয়নের চর অঞ্চল। বিশেষ করে তাজপুর। যাতায়াতের জন্য এখানে বেস কিছু রাস্তা ঘাট থাকলেও তার অবস্থা খুবি নাজেহাল। উৎরাইল হাট থেকে মোল্লার বাজার গামী রাস্তাটি নির্মান করা হয় ২০১২ সালে। কিন্তু লরি,ট্রাক, ভেকু চলাচলের জন্য দু তিন বছরের মাথায় রাস্তাটি জীর্নশীর্ন হয়ে যায়। এ বিষয়ে একাধিক বার কতৃপক্ষকে জানালেও কোন সুফল পাওয়া যায় নি।
স্থানীয় ব্যক্তি জনাব লোকমান সিপাই প্রতিদিনের বাংলাদেশ কে জানান এ বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হয়েছে কতৃপক্ষ তাকে আশ্বাস দিয়ে বলেছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বেই রাস্তাটি পুননির্মাণ করা হবে। সমস্যার কথা জানতে চাইলে লোকমান সিপাই প্রতিদিনের বাংলাদেশ কে জানান যাতায়াতের জন্য পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়।যার ফলে তাদের অর্থ ও সময় নষ্ট হয়।এছাড়া স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।