৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার শাহিনা শবনম।
এসময় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস- চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইব্রাহীম, কৃষি অফিসার কৃষিবীদ আনিছুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, প্রকৌশলী মিজানুর রহমান সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম,প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটর এএইচএম জসিম উদ্দিন, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে চিত্রাংকন প্রতিযোগীতা ৩জন ও উপস্থিত বক্তিতায় ৩জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।