ঢাকারবিবার , ৬ মার্চ ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

কিভাবে ব্যাংকের ভিতর থেকে টাকা ছিনতাই হলো?

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ৬, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে৷

রবিবার (৬ মার্চ) দুপুরে সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখার অভ্যন্তরে এঘটনা ঘটে।

কিভাবে ঘটলো ছিনতাই এর ঘটনা?
ঘটনাস্থল সূত্রে জানা গেছে, উপজেলার ফলগাছা (শিমুলতলী) গ্রামের অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মৃত আব্দুল লতিফ আকন্দের স্ত্রী মোছাঃ ছালেহা বেওয়া সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখা হতে পারিবারিক পেনশনের ১৮ হাজার টাকা উত্তোলন করে ওয়েটিং রুমে তার পুত্রবধূর জন্য অপেক্ষা করছিলেন।

ওয়েটিং রুমে আগে থেকে বসে থাকা ছিনতাইকারী টাকাটা ঠিক আছে কি/না; তা গণনা করার জন্য ছালেহার হাত থেকে উত্তোলিত টাকা নিয়ে কৌশলে দ্রুত সটকে পড়েন। এঘটনায় ছালেহা বেওয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক জ্যোতিময় বর্মণ টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় পেনশনভোগী ছালেহাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তৌহিদুজ্জামান।
রাশেদুল ইসলাম রাশেদ/আরইসআর

আপনার মন্তব্য লিখুন