যা বলা হয়ে ওঠে নি
(মোঃ বদরুল ইসলাম)
তোমার বুকে আলতো করে মাথা রাখি যখন —
তখন ঘুমাতে ইচ্ছা করে,
ছুঁয়ে যায় সব স্বপ্নের চোরাবালি —
বুঝতে পারি তুমি আমার কত আপন।
তুমি সময় মতো আমার খোঁজ না নিলে
শূন্যতায় ছেয়ে যায় মন,
মনে হয় আমি কী যেন হারিয়ে ফেলেছি তখন।
ঘর কিংবা উঠানে পায়চারি করি অজস্রবার,
চিন্তার ভিড়ে বিষণ্নতা আসে বারবার ফিরে —
বুকের বাঁ দিকটায় একটা ব্যথা চিনচিন করে,
তোমার চোখে সে ব্যথার ছায়া দেখে বুঝতে পারি
কী গভীর প্রেমে বেঁধেছো জীবন আমার।
আমি অসুস্থ হলে তোমার কপালের ভাঁজে
অমঙ্গলের ছবি দেখি,
লুকিয়ে লুকিয়ে কাঁদো — আমি জানি,
তুমি দিশেহারা হয়ে যাও—সেও জানি,
আরো কতকিছু অনুভব করি প্রতিদিন,
কিন্তু সময় করে বলা হয়ে ওঠেনি
আমিও যে খুব ভালোবাসি তোমায়।
মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার,কমলগঞ্জ,
মৌলভীবাজার।
আপনার মন্তব্য লিখুন