ফেনী সদর উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে অস্ত্র-চাকু সহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে (র্যাব-৭)। আটককৃত ছিনতাইকারীদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও দুটি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়েছে।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো: জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চোর্স সদর উপজেলা পরিষদ গেইট সংলগ্ন নিউবিন মেডিসিন সোপের সামনে বুধবার রাত ১২টার দিকে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। র্যাব তাদের ধাওয়া করে আটক করে এবং পরে তাদের কাছ থেকে দেশীয় বন্দুক ও চাকু উদ্ধার করা হয়।
আটককৃত ছিনতাইকারীরা হল, মোঃ মিলন (২০)।সে শুক্কুর (১৯), জুয়েল শেখ (২২) ও সবুজ (১৮)।
মিলন শহরের স্টেশন রোডের রেলওয়ে কোয়াটার্সের মৃত ইসমাইল হোসেনের ছেলে, শুক্কুর একই এলাকার আনোয়ারের ছেলে, জুয়েল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পঞ্চগড়ন কুমেরজুলা গ্রামের মো: ফারুকের ছেলে ও সবুজ বিরিঞ্চি এলাকার মানিক মিয়ার বাসায় বসবাসকারী ফজলুল হকের ছেলে।
জুনায়েদ জাহেদী জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে