লালমনিরহাটের পাটগ্রামে ১৩ শত জমি নিয়ে সংঘর্ষে ১ যুবকের মৃত্যু। উভয় পক্ষের ১০ জন আহত,জমি নিয়ে সংঘর্ষে নিহত আব্দুল খালেক (২৮) উপজেলার বাউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোতাহার হোসেন বাজার এলাকার জমগ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে।
সোমবার দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় টার দিকে ছোটভাই ওয়াজেদ আলীর সাথে আব্দুল সাত্তারের জমি নিয়ে সংঘর্ষে বাঁধ ছিল। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
জানা গেছে, আব্দুর সাত্তার ও ওয়াজেদ আলীর দুই ভাইয়ের মধ্যে ১৩শত জমি নিয়ে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিবাদ চলে আসছিল। গত শুক্রবার সকালে দখলে থাকা আব্দুর সাত্তারের ১৩ শত জমিতে ওয়াজেদ আলীর লোকজন জমিতে থাকা ঘর ভেঙ্গে দিলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে আব্দুল খালেক মাথায় আঘাত করলে সে আহত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসার জন্য নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ৩০ নভেম্বর সোমবার দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেকের মৃত্যু হয়। এ ঘটনায় ওয়াজেদ আলীর ছেলে রবিউল (৩২) কে পাটগ্রাম থানা পুলিশ গ্রেফতার করেছেন।
পাটগ্রাম থানার অফিসার ইন চার্জ সুমন কুমার মোহন্ত ঘটনায়র সত্যাতা নিশ্চিত করেছেন।