রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘের আয়োজনে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে কালের কণ্ঠ শুভ সংঘের সুন্দরগঞ্জ শাখার সভাপতি নূর মোহাম্মদ রাফির সভাপতিত্বে স্থানীয় ডি ডব্লিউ সরকারি কলেজ প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণ করা হয় ।
কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
জাকারিয়া জামান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি ও শুভ সংঘের গাইবান্ধা জেলা শাখার সভাপতি অমিতাভ দাশ হিমন ও সাধারণ সম্পাদক লতা সরকারের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা সহঃ ভূমি মাহমুদ আল হাসান,ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব সরকার, কালের কণ্ঠ শুভ সংঘের উপজেলা সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সাগর,সহঃ সভাপতি ইঞ্জিনিয়ার রুবেল মিয়াসহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে ৩ শত জন দুঃস্থ ও অসহায় মানুষকে ১০ কেজি চাল, ৩ কেজি আটা , ২ কেজি ডাল বিতরণ করা হয়।
ত্রাণ পেয়ে রাশেদা নামের বৃদ্ধা মহিলা আবেগে আপ্লূত হয়ে জানান,এইগলে পায়া আমার জীবনটা বাচপে, শরীরটা সুস্থ থাকপে৷ এই সংগঠনের ছইলপইল গুলের আল্লাহ ভালো করুক।