স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার জেলার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বামনডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মতিউর রহমান আরিফ, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহবায়ক স্বপন রাম রায়,যুবলীগ নেতা হোসাইন আহমেদ,পলাশ রাম রায়,মিলন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা বিষ্ণু রাম রায়, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাসেল, রিপন সরকার,পার্থ রাম রায়সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অবিলম্বে রকি হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।