ঢাকারবিবার , ১১ জুলাই ২০২১
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

কাপ নিল আর্জেন্টিনা, প্রাণ গেল ইয়াছিনের!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১১, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি | কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় মনের আনন্দে এক মোটরসাইকেলে ৪ জন চড়ে ফুটবল খেলতে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ইয়াছিন আলম (২৩) নামে এক যুবক নিহত ও ৩ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার কুমেদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আদর্শ কাশিমপুর গ্রামের ৪ যুবক ইয়াছিন আলম, সিফাত মিয়া, শরিফুল ইসলাম ও রাজ বাবু আর্জেন্টিনা দলের সমর্থক। রোববার ভোরে কোপা আমেরিকা ফুটবল খেলায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা অংশ নেয়। একপর্যায়ে ফুটবল খেলায় আর্জেন্টিনা ১ গোলে বিজয়ী হয়ে কাপ নেয়। নিজেদের দল ফুটবল খেলায় জয়লাভ করায় মনের আনন্দে উল্লিখিত ৪ যুবক কুমেদপুর কাদেরিয়া ফাজিল মাদ্রাসা মাঠে খেলার আয়োজন করে। আর্জেন্টিনার ওই ৪ সমর্থক মনের আনন্দে একটি মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মাদ্রাসা মাঠের উদ্দেশে রওনা দেন।

তাদের মোটরসাইকেলটি খেলার মাঠ থেকে মাত্র ৫শ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ইয়াছিন আলম নিহত হন। মোটরসাইকেলের অপর ৩ আরোহী মারাত্মকভাবে আহত হন। আহত ৩ জনকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে থানার ওসি সরেস চন্দ্র বলেন, কুমেদপুর-লালদীঘি সড়কে দুর্ঘটনার ব্যাপারে এখনো খবর পাইনি।

আপনার মন্তব্য লিখুন