স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “আলোকিত সুন্দরগঞ্জ” এর আয়োজনে প্রচারণা লিফলেট,মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
১০ই জুলাই শনিবার“আলোকিত সুন্দরগঞ্জ”এর তারাপুর ইউনিয়ন শাখার আয়োজনে “করোনা সচেতনামুলক লিফলেট, মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষায় সাবান বিতরন করা হয়।
তারাপুর ইউনিয়নের চৈতন্যবাজার, চরকের হাট, গঙ্গার হাট ও কালিরপাটে তারাপুর ইউনিয়ন সভাপতি মোঃ আনিছুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এসকল কর্মসুচীতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ওসমান গনি, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলমগীর ফারুক, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আতাউর রহমান মুকুল, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সবুজ সরকার বাবু, সহ-মহিলা বিষয়ক সম্পাদক লিপি রানী সরকার, তারাপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মাছুদুর রহমান বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ফজলুল করিম ফরহাদ, প্রচার সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মোঃ আমজাদ হোসেন, কার্যকরী সদস্য ডাঃ মোঃ মিজানুর রহমান, মোঃ কোরবান হোসাইন, মোঃ রায়হান সরকার বাবু সহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।
দেশের করোনা পরিস্থিতির ভয়াবহতা রোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে সংগঠনের সভাপতি মোঃ ওসমান গনি বলেন, আমরা সচেতন হলেই কেবল করোনা মহামারী হতে নিজেকে, পরিবারকে ও সমাজকে সুস্থ্য রাখতে পারবো। তিনি বলেন, সারাদেশের ন্যায় আমাদের সুন্দরগঞ্জে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এমতাবস্থায় সরকার ঘোষিত লকডাউন মেনে নিজ নিজ ঘড়ে অবস্থান করাই শ্রেয়, অকারনে ঘোরাফিরা না করে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করে নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন।