ঢাকাশনিবার , ১০ জুলাই ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

হেলিকপ্টারে উদ্ধার করা হলো ঘোড়া!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১০, ২০২১ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক প্রতিবেদক | কংক্রিটের মাঝে আটকে পড়া একা ঘোড়াকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অরেঞ্জ কাউন্টিতে এই ঘটনা ঘটে।

ঘোড়ার পিঠে চড়ে এক ব্যক্তি বের হয়েছিলেন। এমন সময় ঘোড়াটি হঠাৎ কোনো কারণে ভয় পেয়ে অস্থির আচরণ করতে থাকে। ওই ব্যক্তি নিরাপদে নেমে গেলেও ঘোড়াটি পালিয়ে যায়। পরে ঘোড়াটিকে চারদিকে ছড়িয়ে থাকা কংক্রিটের মাঝে একটা গর্তে আটকে থাকতে দেখা যায়।

ঘোড়াটির খোঁজ পেয়ে পশু চিকিৎসকসহ কয়েকজন উদ্ধারকর্মী ঘোড়াটি উদ্ধার করতে যায়। উদ্ধার অভিযান শুরুর আগে ঘোড়াটিকে শান্ত করতে দেওয়া হয় অবসন্ন করার ইঞ্জেকশন দেওয়া হয়। পরে হেলিকপ্টারের সাহায্যে ঘোড়াটিকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।

এদিকে, সফলভাবে ঘোড়াটিকে উদ্ধার করায় উদ্ধারকর্মীদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

আপনার মন্তব্য লিখুন