ঢাকাসোমবার , ২৮ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সময় অসময়,

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ২৮, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সময় অসময়,
মহঃ হাবিবুল্লাহ হাবিব।

জীবন বড় বিচিত্র ভাই,জীবন গোলক ধাঁধা,
মোদের জীবন,বাঁচা,মরা,সময়ের হাতে বাঁধা।

শিশু কালের খেলার সাথী,আজ অনেকে গত,
সময় থাকিতে কেউ বুঝিনা,সময়ের দাম কত?
শৈশব থেকে কেউবা দেখো,ভীষন ভালো পড়ে,
অর্থের অভাবে অনেক মেধা,অকালে যায় ঝরে।

জলের অভাবে সব চারাগাছ,একসাথে কি বাড়ে?
অযত্নে কত ছোটো চারাগাছ,ছাগলেতে খায় মুড়ে।
অযত্নে কত ছেলেবেলা দেখো,সময়ের ঠিক আগে,
ভাবনারা সব এলোমেলো হয়,বাউন্ডুলে ভাবজাগে।

সময়ের সাথে জীবনে সবার,অনেক বন্ধু থাকে,
সময় ফুরালে বন্ধুকে বলো,কয়জন মনে রাখে?
সময় যখন পক্ষে তোমার,অনেক সুজন পাবে,
যখন তোমার সময় খারাপ,সবাই সরে যাবে।

কেহ আসে বিপদে পড়িলে,সময়ের আগে হেঁটে,
অথচ তোমার বিপদ আসিলে,আগেই পড়িবে কেটে।
সময়ে দেখো বন্ধুরা কত,সেজেগুঁজে পরিপাটি,
বিপদে পড়িলে চামচিকে সম,মাথায় মারিবে চাঁটি।

কেউবা আবার মনে রেখে দেয়,স্বার্থের প্রয়োজনে,
বিপদে যদি একজনই থাকে,তবে তাকে রেখো মনে।
মানব তুমি সকালে গরিব,বিকালেতে হও ধনী,
সন্ধ্যায় দেখো কোটিপতি আর পরদিন বড় ঋণী।

অসময়ে দেখো মিথ্যারা ঘোরে,সত্যের চাদর মুড়ে,
সত্যরা এসে ধরা দিয়ে যায়,সময়ের ঠিক পরে।
সময়ের আগে সত্যরা জ্বলে,মিথ্যার দাবানলে,
সঠিক সময়ে মিথ্যারা ফাঁসে,সত্যের যাঁতা কলে।

সময়ে আমরা কখনো বুঝিনা,মর্মটা কি দাঁতের,
বাবার হোটেল ছাড়িলে বুঝি,কতটা দাম ভাতের।
সময়ে দেখো তোমার কাহিনী,ভরা জীবনের পাতা,
অসময়ে তুমি সবার কাছে,পরিত্যক্ত কোনো খাতা।

আপনার মন্তব্য লিখুন