কাল্পনিক
ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী
ভাবনা গুলির ইচ্ছে ডানা,
ভর করে তায় স্বপ্ন বোনা।
মগ্ন হলেই জাগিয়ে তোলে,
নতুন স্বপ্ন খোঁজার তালে।
স্বপ্নেই আঁকি বাস্তবতা
লুকাতে হায় অযোগ্যতা
যোগ্যতা! তার সংজ্ঞাটা কি?
জন্মে, ধর্মে, বর্ণে না, কী?
কর্ম তবে গৌণ আজি!
তাইতো লেবাজ, ভেলকিবাজি!
মোদ্দা কথা, “ভোগ ক’রে যাও,
অঙ্গীকারের জাল ছিড়ে দাও”।
যুগের ধর্ম পালন করো,
জিতবে তুমিই, ভাবনা ছাড়ো।
মওকা বুঝে ধরবে চেপে,
দূর্বলেরা উঠবে কেঁপে।
তবে সাবধান, সত্য অনড়,
জাগলে মানুষ, নেই কোন ছাড়।
সংখ্যা যাই হোক, মানুষ আছে,
বিশ্বাসও নত মানুষের কাছে।।
আপনার মন্তব্য লিখুন