মোহাম্মদ ইব্রাহিম আলী(বড়াইগ্রাম)নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে আত্মীয়ের লাশ দেখতে গিয়ে পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন ৪ জন। শনিবার সকাল ৭টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে ঢাকাগামী আমবাহী ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহত সকলে প্রাইভেটকারের যাত্রী। নিহত ব্যক্তির নাম আলহাজ¦ আবু তালেব (৭৫)। সে পাবনার চাটমোহরের হান্ডিয়াল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতরা হলেন একই পরিবারের আলহাজ¦ রোকেয়া বেগম (৬৫), আলহাজ¦ রাবেয়া পারভীন (৪২) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩০)।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, উপজেলা আনছার-ভিডিপি’র সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিকা বেগম (৬৫) অসুস্থতাজনিত কারণে মারা গেলে তার লাশ দেখতে বনপাড়ার উদ্দেশ্যে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হন। আহত সকলকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হলে আবু তালেবের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।