স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব, হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগ নেতা আমিনুর ইসলাম খান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হকসহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবীতে অর্ধদিবস হরতাল পালন করেছেন মহেন্দ্রনগর ইউনিয়ন আ’লীগ ও ব্যবসায়ীরা।
আজ সোমবার (১৪ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহেন্দ্রনগর ও বুড়িরবাজারে প্রায় ৩শতাধিক দোকান-পাট বন্ধ ছিল। তবে গাড়ি চলাচলে কোন বাধা ছিল না।
মহেন্দ্রনগর ও বুড়িরবাজারে অর্ধদিবস হরতাল পালনকালে মহেন্দ্রনগর ইউনিয়ন আ’লীগ ও ব্যবসায়ীরা মহেন্দ্রনগর খান মার্কেট চত্ত্বরে দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন। ওই সময় বক্তব্য রাখেন, গোকুন্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছ উদ্দিন, মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত রায় মোহন, মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুমন রায়সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা হয়রানীমুলক মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে আমরা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ব্যবসায়ী নেতাদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব।
এরআগে রোববার (১৩ জুন) রাত ৮ টায় মহেন্দ্রনগর ও বুড়িরবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে, লালমনিরহাট-রংপুর মহাসড়কের পাশে খান মার্কেটে সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন, মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক রাজিউল হাসান শাকিল ও মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস মণ্ডলসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে (১১ জুন) শুক্রবার দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় মোস্তাফিজার রহমান লুতু নামের এক আ’লীগকর্মী আহত হয়। এ ঘটনায় পরদিন (১২ জুন) শনিবার মোস্তাফিজার রহমান লুতুর স্ত্রী রেবেকা সুলতানা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব, হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগ নেতা আমিনুর ইসলাম খান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হকসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মুলত: এ মিথ্যা হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবীতে অর্ধদিবস হরতাল পালন করেছেন মহেন্দ্রনগর ইউনিয়ন আ’লীগ ও ব্যবসায়ীরা।