ঢাকাসোমবার , ৩১ মে ২০২১
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10
আজকের সর্বশেষ সবখবর

কেমনে আপনাকে ভুলে থাকবো আব্বু: সাগর!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ৩১, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ।। দীর্ঘ ৬ বছর মরণব্যাধি ক্যানসারের সঙ্গে পাল্লা দিয়ে রবিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে সাবেক উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সুজাউদ্দৌলা নজরুল ইসলাম খোকা (৬০) ইন্তেকাল করেন।

দুঃসময়ের ত্যাগী ছাত্র নেতা নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ উপজেলার দলীয় নেতাকর্মীরা। অন্য দিকে পিতাকে হারিয়ে নজরুল ইসলামের ছেলে শরিফুজ্জামান সাগর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি স্টাটাস দিয়েছেন। তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হল।

কাল এই সময় আব্বু বেঁচে ছিলো। আজ নাই অন্য এক জগতে আব্বু । কাল এই সময় আব্বু বলতেছিলো অ্যাম্বুলেন্স আসছে বাবা। আজকে রংপুরে যাবো। কোথায় গেলেন আব্বু আর কোনো দিন দেখা হবে না এই পৃথিবীতে আব্বু। অনেক চেষ্টা করলাম আব্বু আপনাকে বাঁচাতে পারলাম না। আব্বু আপনেও অনেক কষ্ট সহ্য করে চলে গেলেন ওই পারে আব্বু। কেমনে আপনাকে ভুলে থাকবো আব্বু।

উল্লেখ্য যে, নজরুল ইসলাম উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
আজ সোমবার নজরুল ইসলাম খোকার জানাজা নামাজ সকাল ৯টায় তার গ্রামের বাসা চাচীয়া মীরগঞ্জে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।

আপনার মন্তব্য লিখুন