আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ ও সংশ্লিষ্ট দূর্নীতিবাজদের বিচারের দাবিতে রাজারহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখা ও প্রেসক্লাব রাজারহাটের যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
(২০মে) সারে ১২ টায় প্রেসক্লাব রাজারহাট, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেন উপজেলার সকল স্তরের গণমাধ্যমকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব বাজারহাটের সভাপতি এসএ বাবলু,উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম শাখার সভাপতি আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাটের সাঃ সম্পাদক রফিকুল ইসলাম,মফস্বল সম্পাদক এনামুল হক।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক। এ ঘটনায় সাংবাদিকেরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও বিস্মিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করেও ক্ষান্ত হয়নি। মিথ্যা মামলাও দিয়েছে। মানববন্ধনে এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়। সেইসাথে সকল সাংবাদিক ভাই-বোনদের ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোজিনা ইসলামকে ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরিশেষে বক্তারা দাবি তোলেন, পেশাদার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে যারা কক্ষে দীর্ঘক্ষণ আটকে নির্যাতন করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং একই সাথে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।