ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

আমরা কেবল হতাশ হয়ে বলতে পারি ছি! ছি! ছি!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১৮, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতিদিনের বাংলাদেশ।। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলায় সোমবার গ্রেপ্তার করা হয় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে। এদিকে তাকে গ্রেপ্তারের পর থেকে নানা মহল থেকে উঠেছে সমালোচনার ঝড়। এ ঘটনায় চিকিৎসক ও উপস্থাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অফিশিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন। পোস্টটি হুবহু “প্রতিদিনের বাংলাদেশ” পাঠকদের জন্য তুলে ধরা হলো,

‘রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা চেনেন না। তাই চিঠিতে জনৈক রোজিনা লিখেছেন।
তারা পত্রিকা পড়েন না?
১. জনৈক রোজিনা কি পাস ছাড়া বা অ্যাক্রেডিটেশন ছাড়া সচিবালয়ে ঢুকেছিলেন?
তিনি কি মিথ্যা পরিচয়ে বা তালা ভেঙ্গে কর্মকর্তার কক্ষে প্রবেশ করেছিলেন?
তিনি কি সেদিনই প্রথম সচিবালয়ে গেছেন ? ছয় ঘন্টা আটকে রেখে, সার্চ!! করেও তার পরিচয় জানতে পারেন নাই। তিনি জনৈক রয়ে গেছেন?
২. মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন স্টেট সিক্রেট নিয়ে। স্বাস্থ্য মন্ত্রনালয়ে কি ধরনের স্টেট সিক্রেট থাকতে পারে? নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে টিকার কারিগরি দিক বা গবেষণার তথ্য উন্মুক্ত না করার কথা থাকতে পারে। সেই তথ্য গোপনীয় কিন্তু নন ডিসক্লোজার চুক্তিটি কিন্তু গোপনীয় না।
৩. বাংলাদেশে কি এমন মহাজীবানু গবেষণা করছে বা পারমানবিক করোনা চুল্লী বানাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রনালয়ে স্টেট সিক্রেট থাকবে? গত পঞ্চাশ বছরে স্বাস্থ্য মন্ত্রনালয়ে রাখা হয়েছিল , এমন একটা স্টেট সিক্রেট এর উদাহরণ দেন।
৪. রোজিনাকে রিমান্ডে নেয়ার আবেদনের কারণ কি? এটা এমন গুরুতর অপরাধ যে তাকে রিমান্ডে নেয়া লাগবে?
৫. তাকে আটক করার সাথে সাথে পুলিশে ও তার কর্মস্থলকে অবহিত করা হয়েছিল কি? তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখার অধিকার কোন আইনবলে মন্ত্রনালয়ের কর্মকর্তারা পেয়েছেন?
৬. হিজাব ঢাকা যে নারী তার গলায় হাত দিয়েছেন / মতান্তরে সার্চ করছেন. তিনি কোন অধিকারে তাকে সার্চ করছেন? সার্চ করবে কোন দায়িত্বপ্রাপ্ত আইন শৃংখলা রক্ষাকারী কর্মকর্তা। আর যা পাওয়া যাবে সেটা স্বাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকায় নিতে হবে। তার ব্যক্তিগত মোবাইল সেট কেড়ে নিয়ে সেটা পরীক্ষা করার অধিকার কে এই কর্মকর্তাদের দিয়েছে? তার ব্যাগে হাতই বা তারা দেবেন কেন? তারা যে নিজেরা সেটাকে ট্যাম্পার করেন নাই সেটা কেমনে বোঝা যাবে?
৭. শত শত পুলিশ পাহারা দিয়ে রোজিনাকে নিয়ে যাওয়ার যে ছবি সেটা কি বোঝায়? রোজিনা কি ভয়ংকর কেউ? তাকে পথিমধ্যে ওৎ পেতে থাকা কেউ ছিনিয়ে নেবে? অন্তত দুজনকে সামনেই দেখা যাচ্ছে নাকের ছিদ্র খুলে রেখে মাস্ক পরতে। একজনকে দেখা যাচ্ছে মাস্ক নাই। স্বাস্থ্য বিধি না মেনে শত পুলিশের মিছিল দিয়ে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার শানে নুজুল টি কি?
৮. শত কোটি টাকা চুরি করা ড্রাইভার এর বিরুদ্ধে মন্ত্রনালয় কি ব্যবস্থা নিয়েছে? আবজল আর মিঠু? শাহেদ আর সাব্রিনার পৃষ্ঠপোষক প্রাক্তন ডিজি এর কি ব্যবস্থা করেছে? কোন অধিকারে সরকারী পিপিই তাদের দেয়া হয়েছিলো? সরকারী ভেন্টিলেটর তাদের বরাদ্দ দিয়েছিলো? নকল মাস্ক সরবরাহহকারীকে তারা কি করেছে? এসবের ব্যাখ্যা মন্ত্রী দেয় না কেন?
৯. সচিবালয় কখন বন্ধ হয়? রোজিনাকে কখন আটক করলো? কখন থানায় নিলো? ছুটির পরেও বাকি সময়টা এরা কি করছিলো? আদালতে শত শত পুলিশ থাকতে পারে আর শাহবাগ থেকে সচিবালয়ে যেতে তাদের কি দেরী হয়? চিঠিতে লিখেছে জায়গার নাম শাহাবাগ। জায়গাটি কি শাহবাগ নাকি শাহাবাগ?
১০. আপনাদের সোভিয়েতভস্কি কৌতুকভ থেকে একটা কৌতুক বলি।
স্ট্যালিনের জমানায় এক লোক মস্কোর রেড স্কোয়্যারে দাঁড়িয়ে চেচাচ্ছে , স্ট্যালিন একটা গাধা। স্ট্যালিন একটা গাধা।
তাকে শত শত গুপ্তপুলিশ এসে ধরে নিয়ে আদালতে চালান দিলো।
সোভিয়েত আদালত বললো তার সতেরো বছর কারাদন্ড।
এক বছর প্রকাশ্যে পাগলামী চিল্লাচিল্লি করার জন্য।
আর ষোল বছর কারাদন্ড স্টেট সিক্রেট ফাঁস করে দেয়ার জন্য।
স্বাস্থ্যমন্ত্রীর স্টেট সিক্রেট নামক শব্দ শুনে আমার এটা মনে পড়লো।
১১. এসব প্রশ্ন করে কোন লাভ নেই। কারণ এই ঘটনা প্রমান করছে যে এই সমাজে চোরের মায়ের বড় গলা ছাড়া আর কোন গলা স্বাধীন না। গলা চিপা বা গলা পরীক্ষা যেটাই করা হোক না কেন, ঘাড় বন্ধক দিয়ে মাথানিচু করা সমাজে এটাই ঘটবে।
আমরা কেবল বলতে পারি….. নিন্দা করতে পারি … হতাশ হয়ে বলতে পারি। ছি! ছি! ছি!’

আপনার মন্তব্য লিখুন