ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নিজস্ব অর্থায়নে বুলেট ট্রেন চালু করছে ভারত, ব্যয় ২৫ হাজার কোটি

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ২৭, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত দ্রুতগতির বুলেট ট্রেন চালু করতে নতুন প্রকল্প শুরু করেছে ভারত। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি রুপি, এর পুরোটাই জোগান দেবে ভারত সরকার। দেশটিতে এটাই হতে চলেছে সরকারি অর্থে বাস্তবায়িত সবচেয়ে বড় প্রকল্প।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত বৃহস্পতিবার বুলেট ট্রেন প্রকল্পের বিষয়ে ভারতের ন্যাশনাল হাই স্পিড রেল করপোরেশন (এনএইচএসআরসিএল) এবং দেশটির অন্যতম অবকাঠামো নির্মাতা লারসেন অ্যান্ড টুবরো (এলঅ্যান্ডটি)-এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে।

বিজ্ঞাপন

বুলেট ট্রেন প্রকল্পে গুজরাট অংশের ৩২৫ কিলোমিটার রেললাইনের কাজ পেয়েছে এলঅ্যান্ডটি।

প্রকল্পের মহারাষ্ট্র অংশে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় না থেকে গুজরাট অংশের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

নির্মাতারা জানিয়েছেন, তারা ইতোমধ্যেই এ কাজ শুরু করতে লোক লাগিয়েছেন।

বুলেট ট্রেন প্রকল্প বিষয়ে ভারতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাতোশি সুজুকি বলেছেন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের সময় এ ধরনের বিশাল অবকাঠামো প্রকল্প উপহার দেয়া হলো।

তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে ভারতে শুধু জাপানি প্রযুক্তির স্থানান্তরই হবে না, এটি করিডোর বরাবর নগর উন্নয়নেও সহায়তা করবে।

ভারতীয় রেলওয়ের প্রধান নির্বাহী ভি কে যাদভ বলেছেন, আহমেদাবাদ-মুম্বাই বুলেট ট্রেন প্রকল্প শেষ হওয়ার পর সরকার আরও সাতটি রুটে এ ধরনের টেন করিডোর চালুর উদ্যোগ নেবে।

আপনার মন্তব্য লিখুন