ঢাকামঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে পুলিশের সহায়তায় দুধের শিশু ফিরে পেল মায়ের কোল

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২০, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামের চিলমারীতে পারিবারিক কলহের জেরে ৩ মাস বয়সের শিশুকে রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। পরে চিলমারী থানা পুলিশ ওই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হরিনার চর গ্রামের সুরজামালের ছেলে সুজন মিয়ার সঙ্গে একই এলাকার মতিয়ার রহমানের মেয়ে মোছলেমার বেগমের,প্রায় ০২ বছর ০৬ মাস পূর্বে বিবাহ হয়।তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান হয় । যার নাম সানজিদা আক্তার সুরভি বয়স (০৩) মাস। ১৮ এপ্রিল দুপুরে তাদের দাম্পত্য কলহের জেরে তার স্বামী তাকে বলে ভাত রান্না কর। মোছলেমা বলে খড়ি নাই। তখন তার স্বামী বলে, পাতা যোগার করে ভাল রান্না কর, তখন মোছলেমা বলে এই বাচ্চা নিয়া কিভাবে ভাত রান্না করব। সেই মুহুর্তে তার স্বামী তাকে চর থাপ্পর দিয়ে বাড়ি হতে বের করে দেয়। সে ভয়ে বাড়িতে প্রবেশ করে পারে না। নিরুপায় হয়ে বাবার বাড়িতে চলে যায়। পরবর্তীতে চেস্টা করেও দুধের বাচ্চাকে উদ্ধার করতে পারে না। তার বুকে বেদম যন্ত্রণা হতে শুরু করে। সোমবার (১৯ এপ্রিল) রাতে তিনি চিলমারী থানায় গিয়ে পুরো বিষয়টা জানান। ঘটনা শুনে পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুকে তার মায়ের কাছে হস্তান্তর করেন।

চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ওই নারী রাতে থানায় এসে জানায়, তার তিন মাসের শিশুকে আটকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার স্বামী। আমরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুন