কালবৈশাখী ঝড়ে
বদরুল হক
ঈশান কোণে মেঘ জমেছে
ডাকছে গুড়ু গুড়ু,
কালবৈশাখের ঘনঘটা
তাণ্ডব হবে শুরু।
আপন কুলোয় ফিরছে সবাই
আতঙ্কিত মনে,
শিলাবৃষ্টি ও বজ্রপাত
থাকে ঝড়ের সনে।
কালবৈশাখী ঝড়ে যখন
তীব্র আঘাত হানে,
বিকট শব্দ চতুর্দিকে
ভীতি বাড়ায় প্রাণে।
উপড়ে ফেলে গাছগাছালি
হাজার সারি সারি,
কালবৈশাখী নিঠুর অতি
ভাঙে যে ঘর বাড়ি।
জীবনহানি অনেক ঘটে
মানুষ প্রাণি মরে,
সবকিছু হয় ওলট-পালট
কালবৈশাখী ঝড়ে।
আপনার মন্তব্য লিখুন