ব্যথিত মন
সৌমেন্দ্র নাথ গোস্বামী
ব্যথিত এ মন ভুলে কি কখন
দুঃসহ এ যন্ত্রণা!
ক্ষত স্থাণে আঘাত হানে
দেয় শুধু কুমন্ত্রণা!
আসলে সুসময় সবাই রয়
কত মিষ্টি কথা!
দুঃসময় হলে যায় যে চলে
অন্তরে দেয় ব্যথা!
ব্যথিত এ মন কাঁদে সারাক্ষণ
সইবে আর কত?
করে প্রার্থনা দূর করো যাতনা
প্রশমন করো ক্ষত।
অশান্ত ধরা চলছে ক্ষরা
নেই আর মানবতা।
হে ভগবান কৃপা করো দান
দূর করো কলুষতা।