ঢাকামঙ্গলবার , ৬ এপ্রিল ২০২১
  1. AI News
  2. Aviator
  3. aviator brazil
  4. Basaribet
  5. bbrbet mx
  6. bizzo casino
  7. blog
  8. casino
  9. casino en ligne fr
  10. casino onlina ca
  11. casino online ar
  12. casinò online it
  13. casino zonder crucks netherlands
  14. Covid-19
  15. fr

দিনাজপুরে গ্রাহকের ৩০ লক্ষাধিক টাকা হরিলুট,আটক ১!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ৬, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে ৪ শতাধিক গ্রাহকের ৩০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে আবু হায়াত আল মাহমুদ (৫০) নামে এক এনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় একটি ফ্লাট বাসায় সোমবার (০৫ এপ্রিল) বিকেল থেকে ভুক্তভোগীরা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ১২টায় দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আটক এনজিও কর্মকর্তা দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের মৃত জাহিদ হাসানের ছেলে। তিনি ব্রীজ অফ লাইট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি। এনজিওটির সদস্য সংখ্যা ৪ শতাধিক বলে জানা গেছে।

ভুক্তভোগী আমেনা খাতুন জানান, কয়েকদিন আগে এনজিওর একজন মাঠ কর্মী আমার বাড়ীতে গিয়ে একটি ফরম পূরণ করে নেয়। পরে তারা আমাকে তাদের সমিতি থেকে ঋণ দেয়ার প্রস্তাব দেয়। তখন মাঠকর্মী ৫ লাখ টাকা ঋণ দেয়া হবে। তবে আমাকে ৫ হাজার টাকা তাদের অগ্রিম দিতে হবে। তারপর আমি তাকে মানুষের কাছে ধার করে নিয়ে ৫ হাজার টাকা দেই। তারা আমাকে ১১ এপ্রিল ঋণ দেয়ার কথা জানিয়ে সেখান থেকে চলে আসে। সোমবার বিকেলে খবর পাই তারা আমার মত বহু মানুষের কাছে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে।

এদিকে মঙ্গলবার সকালে দিনাজপুর কোতয়ালী থানার এএসআই বাদল কুমার জানান, এনজিও কর্মকর্তা বহু লোকের টাকা আত্মসাত করে পালিয়ে যাচ্ছিল। বিকেলে তাকে অফিসে আটক করে রাখে জনগণ। পরে আমরা খবর পেয়ে সেখানে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে রাত ১২টায় এনজিও কর্মকর্তাকে কোতয়ালী থানায় নিয়ে আসি। আজ মঙ্গলবার কোতয়ালী থানায় বিক্ষুব্ধ জনতাকে আসতে বলা হয়েছে। সেখানে দু’পক্ষকে নিয়ে বসা হবে।