ঢাকামঙ্গলবার , ৬ এপ্রিল ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি

বোদায় ইট ভাটার মেশিনে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ৬, ২০২১ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়ের বোদা উপজেলায় ইট ভাটার মেশিনে পড়ে শুকুর আলী (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এস.এস.বি নামে সম্রাটের ইট ভাটায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত শুকুর আলী পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা বাগানিয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ইট ভাটায় কাজ করছিলো শুকুর আলী। কাজের ফাকে এক সময় শুকুর অসাবধানতায় মাটি মাখা মেশিনে পড়ে যায়। এতে মেশিনে চাপা পড়ে সে। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে ৯টা ৪৫ মিনিটে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম শুকুর আলীকে মৃত ঘোষণা করেন।