ঢাকাবুধবার , ৩১ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ৩১, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপির ডাংরারহাট বাজার সংলগ্ন (১শত গজ পূর্বে পাঁকা রাস্তার পাশে) রতি মৌজা এলাকায় পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে ডাংরারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ বারিক মাস্টারের বিরুদ্ধে।

৩১ মার্চ সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়,ডাংরারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীর্ঘদিন ধরে পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে, বালু উত্তোলনের কারণে পুকুরের ব্যাপক গভীরতা সৃষ্টি হয়ে তীরবর্তী বাড়িঘরসহ ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের মারাত্মক আশঙ্কা রয়েছে।

এছাড়া বারিক মাস্টার পোস্ট অফিসের ভবন করার নামে পুকুর থেকে বালু উত্তোলন করে গৃহ নির্মানের জন্য নিজের ফসলি জমি ভরাট করছে এবং বিভিন্ন এলাকায় অবাধে বালু বিক্রি করে আসছে।

এ ব্যাপারে মো. বারিক মাস্টার বলেন, সরকারি কাজের স্বার্থে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি ইউএনওসহ সবাইকে অবগত করেছি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন