ময়মনসিংহ প্রতিনিধি।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে এক বোরকা পরা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্জন স্থানে নিয়ে ওই নারীকে শ্বাসরুদ্ধ করে ফেলে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, উপজেলার মাইজবাগ ইউনিয়নের গালাহার গ্রামের ভেকুয়া বিলের পাশে একটি ধানক্ষেতে নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বোরকা পরা ওই নারীকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে নারীর মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে নারীর পরিচয় স্থানীয়রা শনাক্ত করতে না পারলেও নিহতের আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।