ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পানের বাহার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৭, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

পানের বাহার
চন্দন সাহা

“পান খেয়ে ঠোঁট করো লাল,
দোকানের নাম পানের বাহার।
মিষ্টি গন্ধ, মুখে ছন্দ,
আহা! ঠোঁটের কী যে কালার!”

“পান খেয়ে ঠোঁট করো লাল,
মিটি মিটি হেসে কও, চান্দের জোছনার আলো।
দোকানের নাম পানের বাহার,
পানওয়ালা রসিক মনের, স্বভাবও জানি বড় ভালো।
১০ টাকার পানে রঙ,
২০ টাকায় মিষ্টি ঢঙ।”

“ওহে দোকানী,
বানাইয়ো পান, সাথে দিও মিষ্টিয়ানী।
ঠোঁটের রঙ,
রসিকতায় মিলে করি আমরা ডঙ,
পানের স্বাদে মিটুক দ্বন্দ্ব।
পানের কী আর জাত আছে,
যে বলবে লোকে মন্দ?”

“মন্দ লোকে মন্দ বলবে, আমরা তাতে না দেয় কান,
ওরে দোকানী, তুমি আগে দাও আমায় পান।
পানের নেশায় লাগছে টান, মনের গহীনে,
পান খেলে আসে ভাব, ভাব ছাড়া ছন্দ আসে কবির মনে।”

“কবি পানের নেশায় কইরে,
মুখে কী ছন্দের অভাব?
এখন আর পাওয়া যায় না,
পানের দোকানে বসা মন্দ লোকের মন্দ স্বভাব।

পান খেয়ে রসিক হও,
মনের যত ব্যথা চন্দ্রের কাছে কও।
তবুও, লোক কথায় না দিও কান,
মানুষের রসিকতায় খাইয়ে দিও,
তোমার দোকানের মিষ্টি পান।”

 

লেখক: চন্দন সাহা

 

আপনার মন্তব্য লিখুন