ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হয় ।শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজের হল রুমে এই কর্মী সভার আয়োজন করা হয়।
উক্ত কর্মী সভায় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, শুভপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু।
উক্ত সম্মেলনে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল দিদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহউদ্দিন ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ফেনী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম ও মোতাহের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন পাটোয়ারী বাবু, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক সওরাব হোসেন তারেক, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ইমাম হোসেন, সদস্য মাহমুদুর রহমান রাসেল, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইউনুস, আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ আল মামুন, নাছির উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার অভি, ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী, উপজেলা ছাত্রলীগ নেতা আইয়ুব চৌধুরী, সাখাওয়াত হোসেন ভূঁঞা, সানি চৌধুরী, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল'সহ বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন উপলক্ষ্যে রঙ্গিন সাঝে সজ্জিত ছিল দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজের আঙিনার আশপাশের এলাকাটি। ব্যাপক আনন্দগণ পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২য় অধিবেশনে শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে সিভি গ্রহণ করেন জেলা ছাত্রলীগ'র সভাপতি - সম্পাদক । এই সিভিগুলো যাচাই বাচাই করে খোঁজ খবর নিয়ে যোগ্য প্রার্থী কেই উক্ত ইউনিয়নের ভবিষ্যৎ পরবর্তী সভাপতি ও সম্পাদক পদে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, ফেনী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় শুভপুর ইউনিয়ন থেকে সভাপতি পদে মোট ৯টি সিভি ও সাধারণ সম্পাদক পদে ৬টি সিভি জমা পড়ে ।