লালমনিরহাট সদর উপজেলার মিশনমোড় এলাকায়
শিবরাম আদর্শ পাবলিক স্কুল একটি আদর্শ বিদ্যালয়ের প্রতিচ্ছবি। অন্যান্য বিদ্যালয় থেকে ব্যতিক্রমী অনন্য এ বিদ্যালয় লালমনিরহাটে প্রতিষ্ঠা হয় ২০১৫ সালে। বিদ্যালয়টির শিক্ষা পদ্ধতি,নিয়মনিতী এবং সব কিছুতেই রয়েছে ব্যতিক্রমের ছোঁয়া। এর পিছনে আছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। ভিন্ন ধারায় পাঠদানের মাধ্যমে কোমলমতি শিশুদের মনোবিকাশের পাশাপাশি আগামী প্রজন্মকে দেশ সেবায় প্রস্তুত করে চলেছে কর্তৃপক্ষ।
আমাদের লালমনিরহাট জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত…
শেখ রাসেল এর ক্যামেরায় আমাদের নিজস্ব প্রতিবেদক রাশেদুল ইসলাম রাশেদ এর রিপোর্ট এ দেখুন বিস্তারিতঃ..
শিক্ষা একটি জাতির ভবিষ্যত। কিন্তু অনেক সময় সঠিক প্রক্রিয়ায় শিক্ষা লাভের অভাব ভবিষ্যত বিনির্মানে সেই স্বপ্নকে ফিকে করে দেয়। যার কারণে প্রাথমিকের বারান্দা পার হওয়ার আগেই ঝরে পরতে হয় শিশুদের। সেই চিত্র বদলে দিতে ভূমিকা রাখছে লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশনমোড় এলাকায় প্রতিষ্ঠিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল।
বক্তব্যঃ…..পরিচালক/ হেডমাস্টার
বিদ্যালয়টির ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের হাতের লেখার ধরণ একই রকম। সবার হাতের লেখায় আছে জাদুর ছোঁয়া। চলতি বছরে রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় বিদ্যাপীঠটি দখল করেছে প্রথম স্থান। দিন দিন হাতের লেখাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে এ স্কুলের শিক্ষার্থীরা। ভিন্ন ধারায় শিক্ষা পদ্ধতি নিয়ে খুশি অভিভাবরাও…
বক্তব্যঃ….অভিভাবক
শিক্ষার্থীরা প্রতিদিনের নিয়মিত পাঠদান শেষে বাসায় যায় ঠিকই; কিন্তু আবারও তারা পড়তে আসে বিকেল কিংবা সন্ধ্যা বেলায়৷ শিক্ষার্থীরা তাদের বাসায় নয়; আনন্দ আড্ডায় দিনভর পড়াশোনা করে এ স্কুলে।
বক্তব্যঃ…..ছাত্র – ছাত্রী
দেশের পাশাপাশি বিশ্ব সভ্যতায় যাতে শিক্ষার্থীরা অবদান রাখতে পারে সেই লক্ষ্যে এ বিদ্যালয় পরিচালনা হচ্ছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।
…..বক্তব্য
সচেতন মহল বলছেন, গুণগত ও মানসম্মত শিক্ষা দানের মাধ্যমে শিক্ষার প্রকৃত লক্ষ এ বিদ্যালয় থেকে অর্জন করা সম্ভব।