বিরলে শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন প্রতিনিধিদের হাতে কম্বল তুলে দেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু রমা কান্ত রায়।
তিনি বলেন আমাদের নেতা মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এম পি মহোদয় গন মানুষের নেতা। তিনি সার্বক্ষনিক উপজেলার মানুষের খোজ খবর রাখেন এবং সর্বদা পাশেই থাকেন।
বিরল উপজেলা আওয়ামী লীগও মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। তিনি শীতের প্রথম পর্যায়ে ১৫০০টি কম্বল পাঠিয়েছেন। আমরা এগুলো সুষ্ঠ বন্টনের জন্য উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে পাঠাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিরল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন,বিরল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন,বিরল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি
যুবরাজ আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু ও সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান সানমুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।