৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস ১৯৭১ সালের এই দিনে সমগ্র লালমনিরহাট জেলা পাকিস্তান বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। মিলিটারী ফোর্স, গেরিলা বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমনের মুখে পাকিস্তানের সৈন্য ও এদেশীয় রাজাকার, আলবদর ও তাদের সহযোগী স্বাধীনতা বিরোধীরা বিপর্যস্ত ও ছত্রভঙ্গ হয়ে পরে।
শক্র সৈন্য ও অবাংঙ্গালীরা ট্রেনযোগে রংপুর, সৈয়দপুর ও পার্বতীপুরে পালিয়ে যায়। যাওয়ার পথে তিস্তা ব্রিজে শক্র সৈন্যের সাথে মিলিটারী ফোর্স ও গেরিলা বাহিনীর তুমুল গোলাগুলি হয়। হানাদার বাহিনীর সদস্যরা তিস্তা রেলওয়ে ব্রিজের দক্ষিন দিকের
২টি স্প্যান ধ্বংস করে রংপুর সেনা নিবাসে সমবেত হয়। ৬
ডিসেম্বর মিলিটারী ফোর্স, গেরিলা যোদ্ধা ও মিত্র বাহিনীর সদস্যরা লালমনিরহাট শহরে প্রবেশ করে। চার দিক থেকে হাজার হাজার নর-নারী ও শিশু আবাল বৃদ্ধ বনিতা শহরে এসে বিজয় উল্লাসে মেতে উঠে।
৬ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত শহরকে সুন্দর করে সাজানোর নিমিত্বে গুরুত্বপূর্ন স্থানে স্ব-স্ব উদ্যোগে গেইট নির্মান, ব্যানার টানানো ও আলোকসজ্জার আয়োজন করবে। করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়াল আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হবে।