জাতীয় পার্টির গণতন্ত্র দিবস পালন উপলক্ষ খুলনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাপা’র সভাপতি শফিকুল ইসলাম মধু। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।
সভায় প্রধান অতিথি বলেন, ১০ নভেম্বর আমরা গণতন্ত্র দিবস জাতীয়ভাবে পালন করে থাকি। এই দিনে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় সংসদে দাঁড়িয়ে তাঁর ভাষণে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন জেলা জাপা’র সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, জাপা কেন্দ্রীয় নেতা ইসমাইল খান টিপু, সহ-সভাপতি মোতয়ালী শেখ, রিয়াজ উদ্দিন হাওলাদার, ফরহাদ হোসেন, জাপা নেতা এসএম এরশাদুজ্জামান ডলার, জি এম বাবুল, সুলতান মাহমুদ, রহমত আলী খান, জিয়াউল হক জিয়া, শেখ আব্দুল আজিজ, সফিকুল ইসলাম বাচ্চু, ডাঃ শওকত আলম, তোবারক হোসেন তপু, মোল্লা সাইফুল ইসলাম প্রিন্স হোসেন কালু, আনিসুর রহমান, গাজী মোশাররফ হোসেন, মোঃ অয়ন খান, মাজার জোয়ার্দ্দার পান, মোঃ শহিদ, মোঃ লাবলু, মোঃ মাহাতাব, মোঃ আমিরুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন, সোহাগ, রানা, হাফিজুর রহমান, জি এম শহীদুল্লাহ, ওয়াসিকুল বারি রাজীব প্রমুখ।