ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ২৯, ২০২০ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মো এনামুল হক,গাইবান্ধা।। পাতা সভাপতি রতন সাধারণ সম্পাদক নির্বাচিত।।জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেক্লাবের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলমান কমিটির মুলতবিকৃত সাধারণ সভা শেষে এ নির্বাচনে আজ ২৯ নভেম্বর শনিবার মোট ৭১ টি ভোটের মধ্যে রবিউল ইসলাম পাতা ৫৪ ভোট পেয়ে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আবুল কালাম আজাদ পেয়েছেন ১৩ ভোট । সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম রতন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি হিসাবে ভোট পেয়েছেন ১৯ টি।

৪৫ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক সরকার মকবুল,৩৮ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফেরদাউস মিয়া , ৩৭ ভোট পেয়ে সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান প্রধান ,২৯ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মশফিকুর রহমান মিল্টন,২৭ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নরুল ইসলাম ,সহ সাধারণ সম্পাদক হিসাবে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদার রহমান মাসুদ,৪৪ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম,৩৯ ভোট পেয়ে আশরাফুজ্জামান সরকার,৩৭ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর মহব্বত, সাংগঠনিক সম্পাদক হিসাবে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসিবুর রহমান স্বপন,৫৭ ভোট পেয়ে সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোমেনুর রশিদ সাগর ,৪১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক , ২৮ ভোট পেয়ে দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম ,৪৭ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান শেখ রানা,৩৮ ভোট পেয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন বিদুষ রায়,ক্রীড়া সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মতিয়ার রহমান লাভলু,বিনা প্রতিদ্বন্দিতায় সমাজ সেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল রানা,৩৪ ভোট পেয়ে ধর্মীয় সম্পাদক হয়েছেন আশরাফুজ্জামান শাহিন, বিনা প্রতিদ্বন্দিতায় আইন বিষয়ক সম্পাদক হয়েছেন আবেদুর রহমান সবুজ । কার্যকরী ৪ জন সদস্য নিয়ে পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচনে পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।

এরআগে রবিউল হোসেন পাতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক দুদুর পরিচালনায় সাধারণ সভায় ভোটার তালিকা সংশোধন, কমিটি কর্মপরিকল্পনা প্রনয়ন ও কমিটির পদপদবি বৃদ্ধি করা হয় । এরপর প্রেসক্লাবের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ কে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ও সহকারি নির্বাচন কমিশনার হিসাবে আবু তাহের,উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, শাহআলম সরকারকে নির্বাচিত করা হয়। এরপর উপজেলার সকল গণমাধ্যমকর্মীদের একত্রিত সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশনার পরিকল্পনা অনুযায়ী গোপন ব্যালটের মাধ্যমে ভোটে নির্বাচিত হন নব নির্বাচিত কমিটি ।

উল্লেখ্য, দীর্ঘদিন হলো একাধিক সংগঠনে বিভক্ত গণমাধ্যম কর্মীদের নিয়ে শান্তিপূর্নভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে সাংবাদিকদের প্রধান সংগঠন হিসাবে গড়ে উঠার এ নব পথে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ও তাদের বন্ধন অটুট থাকুক সে শুভ কামনা করেন।

এদিকে জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা ইউনিটের পক্ষ থেকে নব নির্বাচিত কমিটির নেতবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু সহ অন্যারা।

আপনার মন্তব্য লিখুন