ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১৯, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি:: নীলফামারীর সৈয়দপুর শহরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা নুর আমিন (৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড হাওয়ালদার পাড়ায় ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী ওই শিশুর চাচা ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ৬ টায় বাড়ির সামনে খেলছিলো ওই শিশু মেয়েটি। তাঁকে টাকা দেওয়ার কথা বলে জোরজবরদস্তি করে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নুর আমিন। এদিকে ভুক্তভোগী শিশুটির মা মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের জানায়। সন্দেহজনক ভাবে নুর আমিনের বাসায় খুঁজতে গিয়ে শিশুটিকে দেখতে পায় তারা। এ সময় বখাটে
যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। শিশুটির বাবা নিজে ওই মামলার বাদী হয়েছেন। আমরা গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছি। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।