স্টাফ রিপোর্টার:: বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ।
রবিবার (১৬ মার্চ) রায় ঘোষণার পর গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
আবরারের বাবা বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে আমরা আপাতত সন্তুষ্ট। আমি চাই এ রায় দ্রুত কার্যকর করা হোক। ভবিষ্যতে এভাবে আর কারও বাবা-মায়ের বুক যেন খালি না হয়।
র্যাগিং বন্ধ চেয়ে তিনি বলেন, হলগুলোতে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের র্যাগিংয়ের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। এভাবে যেন আর কোনো ছাত্রের মৃত্যু না হয়। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যেন সকল জায়গা থেকে র্যাগিং নিষিদ্ধ করা হয়।
এসময় আবরার ফাহাদকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি।