ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

২০২৪ যেমন কেটেছে জয়া আহসানের

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৭, ২০২৪ ২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:: শেষ হতে চলেছে ২০২৪। বিশেষ করে বছরটি এবার স্মরণীয় হয়ে থাকছে এক মহাবিপ্লব সংঘটনের মধ্য দিয়ে। বলা বাহুল্য, জুলাই অভ্যুত্থানে একরকম টাল-মাটাল অবস্থায় পড়ে দেশের শোবিজ অঙ্গনও। এর মাঝে নানান ঘটনায় অনেক তারকা হয়েছেন বিতর্কিত, সমালোচিত। কেউ দেশ ছেড়েছেন, অনেকেই আবার লাপাত্তা।

আবার তাদের মাঝে অনেকেই বছরজূড়ে কাজ করে গেছেন আপন গতিতে। তাদের একজন ঢাকাই চিত্রনায়িকা জয়া আহসান। অবশ্য কাজের ব্যস্ততার মাঝে থাকলেও বছরজূড়ে তিনিও থেকেছেন আলোচনায়। বিশেষ করে তার সাজ-আশাকের নতুন নতুন ফিউশন নিয়ে এবার চর্চাটা ছিল বেশি।

কাজের ক্ষেত্রে বলতে গেলে, এবছর কয়েকটি চলচ্চিত্র ও ওটিটিতে কাজ করেছেন জয়া। তার মধ্যে টালিউডের ছবিও রয়েছে। এরই মধ্যে মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন ছবি ‘নকশী কাঁথার জমিন’। শুক্রবার (২৭ ডিসেম্বর) সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে লেখা এই সিনেমাটি।

সম্প্রতি মেহজাবীনের সিনেমা ‘প্রিয় মালতী’র প্রিমিয়ারে উপস্থিত হন জয়া আহসান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ছবি ও বিদায়ী বছর ২০২৪ এর ব্যস্ততা নিয়ে কথা বলেন। ছবি প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি দর্শকদের বলব, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের ছবি আসছে, আপনারা ছবিটি দেখুন। বিশেষ করে বাকি যারা অভিনয় করেছেন, তাদের অভিনয় দেখার জন্য হলেও ছবিটি দেখবেন, অবশ্যই তা হলে গিয়ে।’

২০২৪ সাল কেমন কেটেছে সে প্রসঙ্গে জয়া বলেন, ‘২০২৪ এ অভিনয় করেছি ভালো মন্দ মিলিয়ে। এ বছর বাংলাদেশের সবাই যেমন ছিল, তেমনই ছিলাম। তাই সব মিলিয়ে ২০২৪ খারাপ কাটেনি। আর হ্যাঁ, ২০২৪ এর শেষেই মুক্তি পাচ্ছে আমার ছবি নকশীকাঁথার জমিন। সেটা একটা খুবই বড় পাওনা, বোনাস পাওনা; কারণ বিজয়ের মাসে ২৭ ডিসেম্বর আসছে ছবিটি। সে জন্য ভালো লাগছে। আর এই ভালো মন্দ মিলিয়ে ২০২৪ কেটেছে।’

আপনার মন্তব্য লিখুন