লক্ষ্মীপুর প্রতিনিধি।। লক্ষ্মীপুরে মাত্র ২শ’ টাকার জন্য বৃদ্ধ এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। গত রাতে সদর উপজেলার চর রুহিতা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গ্রামের মোহম্মদ খোরশেদের ব্যাটারি চালিত অটোরিকশা দৈনিক জমা হিসেবে চালাতেন ষাটোর্ধ্ব লোকমান হোসেন। কিছুদিন আগে খোরশেদের রিকশার পরিবর্তে আরেকজনের রিকশা চালানো শুরু করেন লোকমান। তার কাছে দুইশো টাকা পেতেন খোরশেদ।
গতরাতে পাওনা টাকা চাইলে ক’দিন পর দেয়ার কথা বলেন লোকমান। এ সময় তাকে বেধড়ক পেটান খোরশেদ। একপর্যায়ে লোকমানকে গলা টিপে খোরশেদ হত্যা করেন বলে দাবি পরিবারের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।