(তা'য়াউজ তনু)
১৬ ই ডিসেম্বর তুমি,
পৃথিবীর ইতিহাসে-
বাংলার স্বাধীন মানচিত্র।
১৬ ই ডিসেম্বর তুমি,
বাংলার তরুণের উপহার।
দেওয়া বুকের তাজা রক্ত
১৬ ই ডিসেম্বর তুমি
আমার সােনার বাংলা
১৬ ই ডিসেম্বর তুমি
শেখ মুজিবুরের
বিদ্রোহী শ্লোগান।
১৬ ই ডিসেম্বর তুমি
বাংলার আপামর জনতার
প্রতিবাদী কবিতা ও গান
১৬ ই ডিসেম্বর তুমি
সালাম বরকতের
সাহসের আলাে।
১৬ ই ডিসেম্বর তুমি
সকল দিবসের চেয়ে ভালাে
১৬ ই ডিসেম্বর তুমি
দেশের টানে করাচি
থেকে মতিউর রহমানের আসা
১৬ ই ডিসেম্বর তুমি
হামিদুর রহমানের আত্মত্যাগের
এক অনি ভালবাসা।
১৬ ই ডিসেম্বর তুমি
দেশ দ্রোহীদের
বিরুদ্ধে সংঘাত
১৬ ই ডিসেম্বর তুমি
অন্ধকার পেরিয়ে বাংলা
জন্মের নতুন প্রভাত।
১৬ ই ডিসেম্বর তুমি
রাষ্ট্রভাষা বাংলা চাই
সর্বস্থরের মানুষের
আন্দোলনের দাবি।
১৬ ই ডিসেম্বর তুমি
স্বাধীনতা অর্জনের অন্যতম চাবি
১৬ ই ডিসেম্বর তুমি
হাজার নর নারীর
ইজতের সম্মান
১৬ ই ডিসেম্বর তুমি
নয় মাস যুদ্ধের
শেষ অবসান।
১৬ ই ডিসেম্বর তুমি
৩০ লক্ষ শহীদের
রশ্নে দান
১৬ ই ডিসেম্বর তুমি
৩০ লক্ষ নিরীহ
মানুষের মূল্যবান প্রাণ।
লেখক:
তা'য়াউজ তনু
ময়মনসিংহ,গৌরিপুর