শেখ সাইফুল আকবর, চট্টগ্রাম:: বাংলাদেশের খেলা মানেই গ্যালারিতে ক্রিকেটভক্ত শোয়েব আলীর উপস্থিতি। সারা শরীরে বাঘের নকশা করে টাইগারদের সমর্থন দিয়ে গেছেন এই ভক্ত। তামিমের অবসরের ঘোষণায় তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইন থেকে গাড়ি নিয়ে বের হতেই তামিমের সঙ্গে দেখা হয় শোয়েবের। এ সময় গ্লাস খুলে কথাও বলেন তারা।
পরবর্তীতে গাড়ি চলে যেতেই শোয়েবকে রাস্তায় বসে কাঁদতে দেখা যায়। বৃষ্টির মাঝেই তিনি হাত দিয়ে রাস্তায় আঘাত করতে করতে আহাজারি করতে থাকেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা মানতে পারি না। এই ধরনের ডিসিশন কখনো আঁচ পাই নাই। এমন কিছু হবে কখনো শুনিনাই। মানতে পারছি না এটা।’
বিগত কদিন ধরেই চোট এবং ফিটনেস ইস্যুতে আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম। চোটের কারণে মিস করেছেন আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচও। ওয়ানডের আগেও তিনি পুরোপুরি ফিট ছিলেন না। তবুও ম্যাচ খেলব বলায় সমালোচনার শিকার হন তামিম। পরবর্তীতে সেটি নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ক্ষোভ এবং তা নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সূত্র ধরেই তামিম হুট করে এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে।
পাপনের মন্তব্যের পরদিনই বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে খেলতে নামে। যেখানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ রানে স্বাগতিকরা পরাজিত হয়। এরপর অধিনায়ক তামিম গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে দেন সংবাদ সম্মেলনের খবর। আজ (৬ জুলাই) নির্ধারিত দেড়টা বাজার আগেই তিনি গণমাধ্যমের সামনে হাজির হন। যেখানে কান্নায় ভেঙে পড়া তামিম ঘোষণা দেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’।
তার আচমকা অবসরে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশারসহ জাতীয় দলের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা বিস্ময় প্রকাশ করেছেন। যা মানতে পারছেন তাদের কেউই। বিশ্বকাপের আগে তামিমের অবসরকে দলের জন্য বড় ধাক্কা হিসেবে মন্তব্য করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।