ঢাকাশুক্রবার , ২৩ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

‘হাউন আংকেল’ প্রসঙ্গ টেনে যা বললেন লুবাবা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ২৩, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:: কয়েক মাস আগে শিশুশিল্পী সিমরিন লুবাবা দেখা করতে গিয়েছিল তৎকালীন ডিএমপির সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে। তারপর গণমাধ্যমে দিয়েছিল এক সাক্ষাৎকার। এরপরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় হারুন আংকেল বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। এরপর থেকে ফেসবুকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা। অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকেন।

পরে ছাত্র-জনতার আন্দোলনে নেতিবাচক ভূমিকার কারণে তুমুল সমালোচিত হন হারুন। পুরোনো ভিডিও সামনে এনে আবারও ট্রলের শিকার হয় লুবাবা। এমনকি দেয়ালে দেয়ালে পুলিশের সেই কর্মকর্তা হারুনকে কটাক্ষ করতে ‘হাউন আংকেল’ নিয়ে লেখা হয় নানা মুখরোচক স্লোগান।

তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছেন সিমরিন লুবাবা। সেখানে লুবাবা সবাইকে, হারুন আংকেল কমেন্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বলেছে, এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি।

লুবাবা তার পোস্টে লিখেছে, আমি শুনছি এবং আজকে ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই। সবখানে পানি, এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছিনা।

এই শিশুশিল্পী আরো লিখেছেন, ছোট ছোট বাচ্চা আমার মত বয়সী এরা আজকে কতটা অসহায় আসুন আমাদের মত বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি। আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব, কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে। আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।

আপনার মন্তব্য লিখুন