ক্রীড়া প্রতিবেদক | কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের জয়ে সেমির পথে এগিয়ে থাকার লক্ষ্য জিদানের দলের। একই লক্ষ্যে অবিচল লিভারপুলও। স্তাদে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮ সালের ফাইনালের কথা কি মনে পড়ে? কিয়েভের অলিম্পিক ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে দীর্ঘদিনের শিরোপার আক্ষেপ ঘোচানোর মিশন নিয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলো লিভারপুল। কিন্তু আসরের সবচেয়ে সফল দলটির কাছে স্বপ্ন ভেঙেছিলো অলরেডদের। বেনজেমা, বেল ম্যাজিকে ৩-১ গোলে হেরে যায় লিভারপুল।
স্বপ্ন ভাঙার সে কষ্ট অবশ্য পরের আসরে শিরোপা জয়ের মধ্যদিয়ে পুষিয়ে নিয়েছে ক্লপ বাহিনী। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হারের শোধ না নিতে পারার ক্ষত রয়েই গেছে। এবারের আসরে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বেই দেখা হয়ে যাচ্ছে রিয়াল ও লিভারপুলের। স্তাদে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে হাইভোল্টেজ এ ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া। কে জিতবে লড়াই? লিভারপুল নাকি রিয়াল মাদ্রিদ?
সময়টা অবশ্য ভালো যাচ্ছে না লিভারপুলের। লিগে ৪৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ক্লপের দল। যদিও শেষ ম্যাচে আর্সেনালকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরিতে বিপর্যস্ত অলরেড। রক্ষণভাগের সমস্যা সমাধানে কূল পাচ্ছেন না কোচ। ভারজিল ভ্যান ডিক, জো গোমেজ, জোয়েল ম্যাতিপকে পাচ্ছেন না কোচ। এছাড়াও ইনজুরি আছে হেন্ডারসনের।
ম্যাচের আগে বারবারই আলোচনায় রিয়ালের বিপক্ষে লিভারপুলের ফাইনালের হারের বিষয়টি। সমর্থকদের চাওয়া প্রতিশোধ নিক অলরেড। তবে, এ যাত্রায় শান্ত ক্লপ। প্রতিশোধ নয়, বরং ম্যাচে ভাল খেলার দিকেই চোখ তার।
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, আমি অতীত ভুলে যেতে চাই। আমার লক্ষ্য ভাল খেলা। ফাইনালে কি হয়েছিলো সেটা নিয়ে পড়ে থাকলে জীবন চলবে না। এগিয়ে যেতে হবে। দলের প্রয়োজনেই জিততে চাই আমি।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ১৩ বারের চ্যাম্পিয়নদের এ মৌসুমটা অবশ্য খুব একটা ভালো কাটছে না। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ৯টিতে জিতেছে তারা। লা লিগায় মাদ্রিদিস্তানদের অবস্থান তিন নম্বরে। তবে চ্যাম্পিয়ন্স লিগ মানেই ভিন্ন রূপে রিয়াল। আগের সব পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে দেয় চোখের পলকে। এ ম্যাচেও লিভারপুরের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না জিদান।
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানান, লিভারপুল শক্ত প্রতিপক্ষ। তাদের হারানো সহজ হবে না। তবে, আমরা চেষ্টা চালিয়ে যাবো। আশা করছি মাদ্রিদে সমর্থকরা ভাল কিছুই দেখবে।
দুর্দান্ত ফর্মে আছেন বেনজেমা। ইনজুরির কারণে খেলতে পারবেন না রামোস, কারবাহাল ও ফেদরিকো ভালভার্দে। দু'দলের এর আগে দেখা হয়েছে ৫ বার। তিন জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। দুই জয় আছে লিভারপুলের।