ঢাকাসোমবার , ৭ জুন ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি

হবিগঞ্জ শহরে সাড়ে ১১ কোটি টাকায় সড়ক নির্মাণের ভিত্তি প্রস্তর।

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৭, ২০২১ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ শহরের হাসপাতালের সামনে থেকে চৌধুরী বাজার পর্যন্ত সাড়ে ১১কোটি টাকা ব্যয়ে, প্রধান সড়কে আরসিসি পেভমেন্ট নির্মাণ করা হচ্ছে

সোমবার (৭জুন) হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ জানান, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের প্রচেষ্টায় এ কাজটি সম্পাদন হচ্ছে এবং এতে হবিগঞ্জ শহরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। দ্রুত নির্মাণ শেষ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

ভিত্তি প্রস্তর স্থাপনের সময় এমপি আবু জাহির নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সঠিকভাবে কাজটি সম্পাদন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। সড়কের কোথাও কাজে যেন ত্রুটি না হয় সেজন্য দৃষ্টি রাখতেও কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।