ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দূর্ঘটনায় আহত ছেলে, দুশ্চিন্তায় বাবার মৃত্যু!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ১৬, ২০২৪ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ:: গাইবান্ধায় আট বছর বয়সী রামিম নামের এক সন্তানের সড়ক দুর্ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে মারা গেছেন শিশুটির বাবা জিয়াউর রহমান জিয়া।

দুর্ঘটনার কবলে পড়া রামিম গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শিশু রামিম গাইবান্ধার একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

শনিবার (১৬ নভেম্বর) দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ময়নুল হক বলেন, শুক্রবার সদর উপজেলার শাপলা মিল এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে শিশুটি আহত হয়।

এ ঘটনার পর বিকেল সাড়ে চারটার দিকে নিজ বাড়িতেই মারা যান ওই শিশুর বাবা জিয়াউর রহমান। ৪৫ বছর বয়সী জিয়াউর রহমান জিয়া শাপলামিল সংলগ্ন হামিদ স্যানেটারির স্বত্বাধিকারী মরহুম আব্দুল হামিদের বড় ছেলে। এছাড়া তিনি গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।

তিনি আরো জানান, জিয়াউর রহমানের ছেলে রামিম শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। শাপলামিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটির রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা শিশু রামিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরে শিশুর বাবা জিয়াউর রহমান নামাজ শেষে মসজিদ থেকে আসার পথে ছেলের দুর্ঘটনার খবর শুনে গাইবান্ধা জেনারেল হাসপাতালে যান। ততক্ষণে ছেলের শারীরিক অবস্থা আরো খারাপ হলে কর্তব্যরত চিকিৎসকরা শিশু রামিমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এমন অবস্থায় রংপুর যাওয়ার জন্য টাকা ও কাপড় নিতে বাড়ি গিয়েই মারা যান জিয়াউর রহমান।

ময়নুল হক আরও জানান, নিহত জিয়াউর রহমান তার খালাতো বোন জামাই হোন। সন্তানের দুর্ঘটনার টেনশন এবং আতঙ্কে হাসপাতাল থেকে বাড়ি এসেই মারা যান জিয়া।

আপনার মন্তব্য লিখুন