স্রষ্টার মহিমা
ফরিদা পারভীন দিবা
প্রভু তোমার আজব সৃষ্টি
দেখিলে জুড়ায় দৃষ্টি,
কি যে শোভা, কি যে মিষ্টি
কি যে চমৎকার,
মানুষ দিয়া মানুয বানাও
তুলনা নাই তাহার।
তোমার নূরে সৃষ্টি তোমার
মাটির এই পৃথিবী,
সেই মাটিতে সৃষ্টি করলা
আদমের আকৃতি,
কোন মাটিতে হাওয়া পয়দা
জানিতে বাসনা সদা,
গন্ধম খাওয়াইয়া করলা জুদা
আবার মিলন করলা তাঁহার,
তোমার খেলা তুমি খেল
উছিলা সবার।
যেই মায়ের গর্ভ হতে
সন্তান জন্মাইল,
সেই মায়েরই বুকের দুগ্ধে
লালন করিল।
প্রভু তোমার আজব কৃতী
জীবের তরে প্রেম প্রীতি,
কত প্রমান কত স্মৃতি
হিসাব নাই যে তার,
আঠারো হাজার মাখলুকাতে
জোগাও তুমি আহার।
যেই কুদরতে গড়েছ তুমি
সারাটা জাহান,
সেই কুদরতেই একদিন নাকি
করিবে খান খান,
বুঝিনা বুঝিনা মাওলা
কেন ভাঙ্গা গড়ার খেলা,
তবে কেন গড়াইলা
তোমার এই সংসার,
সিংহাসনে হাকিম তুমি
হুকুমও তোমার।